গতকাল অবসর নিলেন শীর্ষ আদালতের প্রধানবিচারপতি

গতকাল বিচারপতি হিসাবে শেষ দিন ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ বব্দের । গত বৃহস্পতিবার
করোনা পরিস্থিতি নিয়ে শতপ্রনোদিত মামলা করেন বিচারপতি বব্দে । প্রবীণ আইনজীবিরা আশঙ্কা করেছিলেন হাইকোর্টে নিত্যদিন কেন্দ্রীয়সরকার যেই সব মামলা তে রোজ বিদ্ধ হচ্ছে সেগুলিকে নিজের হাতে তুলে নেবে সুপ্রিম কোর্ট,কেন্দ্র জবাব দিতে সময় চাওয়াতে শীর্ষ আদালত মঙ্গলবার অব্দি মামতি স্থগিত করেছে ।