বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হকার দের জন্য পিএম স্বনিধি প্রকল্প ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে । সিদ্ধান্ত হয়েছে ২০৩০ সালের ৩১ সে মার্চ অব্দি প্রকল্পটি চালু থাকবে । তার জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৩৩২ কোটি টাকা । প্রকল্প তে ঋনের অংক ১০,০০০ থেকে বেড়ে হচ্ছে ১৫০০০ হাজার টাকা ,দ্বিতীয় দফা তে ২০,০০০ থেকে বেড়ে হচ্ছে ২৫,০০০ টাকা । তৃতীয় দফা তে তা থাকছে ৫০,০০০ টাকা ।সময়ে ঋণ পরিশোধ করলে বিশেষ সুবিধা দেওয়া হবে হকার দের ।
গতকাল মন্ত্রী সভা তে এক যুগান্তকারী প্রস্তাব নেওয়া হলো
On: Thursday, August 28, 2025 8:55 AM






