খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অভিনব প্রতিবাদ শুরু করলো গুজরাটের মোদাসা । সেইখানে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা তাদের নিজেদের এলাকাতে জনতা কারফিউ শুরু করেছেন যার ফলে ওই এলাকার দোকান পাট ,বাজার ঘাট সব কিছু বন্ধ রয়েছে ,বন্ধ রয়েছে যান চলাচল ও । তবে মোদাসের অমুসলিম এলাকা গুলিতে এর কোনো প্রভাব পরেনি ।এটির ডাক দিয়েছে গুজরাটের মোদাসের আরাবল্লী ক অর্ডিনেশন কমিটি ।