বেদান্ত -ফক্সনের যৌথ উদ্যোগে ,সেমীকন্ডাক্টর ও ডিসপ্লে কারখানা তৈরি হবে গুজরাটের ঢোলেরা তে বিশেষ বিনিয়োগ অঞ্চলে ,এই কারখানা তৈরি করতে ১.৫৪ লক্ষ্য কোটি টাকা লগ্নির কথা জানিয়েছেন দুই সংস্থা ।ভারতের লগ্নির ইতিহাসে এটাই বৃহৎতম ।মহারাষ্ট্রের বদলে গুজরাটে তৈরি হওয়া নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...