গুয়াহাটি তে ৫ দিনের সফরে এলেন আর এসএস প্রধান মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের স্বর সংঘ চালক মোহন ভাগবত আজকে ৫ দিনের সফর সূচি নিয়ে গুয়াহাটি তে
এসেছেন । আজ তার রাজ্যের মুখ্যমন্ত্রী সানোয়ালের সাথে সৌজন্য সাখ্যাৎকার করার কথা ।আজকে সংঘ সূত্র থেকে জানানো হয়েছে মোহনভাগবতের বিমান বিকেল ৪ টা ৩০ মিনিট নাগাদ গুয়াহাটির মাটি স্পর্শ করে ,সেই খান থেকে তিনি চলে গিয়েছে মালিগাঁও য়ে আদিমগিরি পাহাড়ে অবস্থিত সেবা ভারতী জনজাতি ছাত্রবাসে ।