গৃহস্থের সঞ্চয় কমাতে উদ্বিগ্ন অর্থমন্ত্রক

গতকাল রিসার্ভ ব্যাঙ্ক জানিয়েছেন গত এপ্রিল থেকে জুন ,গৃহস্থের সঞ্চয়ের হার ছিল ২১%, জুলাই -সেপ্টেম্বরে তা কমে আসে ১০.২%\অক্টোবর থেকে ডিসেম্বরে তা নেমে আসে ৮.২% সামগ্রিক ভাবে ব্যাঙ্কে জমার হার ৭.৭% থেকে নেমে৩% পৌঁছে চে ।অর্থমন্ত্রক উদ্বিগ্ন এই ভাবে যদি সঞ্চয়ের হার কমতে থাকে তাহলে শিল্পের জন্য ঋণ কোথা থেকে আসবে ।বিশেষজ্ঞ রা ব্যাখ্যাকরেন আয় বৃদ্ধি হার কমে যাওয়াতে সঞ্চয় কমেছে বাড়ছে দেনা ।