গ্রাহক বাড়াতে ঋণে সুদ কমালো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র

নতুন বছরে গ্রাহক দের আকৃষ্ট করতে গৃহ ঋণে সুদের হার কমালো রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র । গতকাল তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গৃহ ঋণে ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা করা হয়েছে ৮.৩৫%।মুকুব করা হয়েছে প্রসেসিং ফিস ।