সময় মত হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য দিল্লী পুলিশ চালু করলো গ্রিন করিডোর ব্যবস্থা , করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতাল গুলিতে যাতে অক্সিজেন বহনকারী গাড়ি চালকেরা সহজেই অক্সিজেন পৌঁছে দিতে পারে সেই জন্যএই ব্যবস্থা চালু হলো ,দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার জানান ,আমাদের কাছে খবর আসে পশ্চিম বিহারের বালাজি হাসপাতালে ২৩৫ জন করোনা রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন ,আর দুটি অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার করোনা বিধির সতর্কতা তে আটকে পড়েছে গ্রেটার ও ফরিদাবাদ এলাকাতে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...