ঘূর্ণিঝড়ের ইতিবৃত্ত

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :ঘূর্ণিঝড় আয়েলা  উৎপত্তি  হয় ২৪ সে মে  ২০০৯ ,আছড়ে পরে ২৫ সে মে ২০০৯ স্থান দক্ষিণ  ২৪ পরগনা  সর্বোচ্চ  গতিবেগ ১২০ কিমি । ঘূর্ণিঝড়  ফনি  সংগঠিত  হয় ২৭ সে এপ্রিল  ২০১৯ আছড়ে পরে ৩রা মে ২০১৯ স্থান  পুরি  ওড়িশা  ,সর্বোচ্চ  গতিবেগ  ২০৫ কিমি প্রতিঘন্টা ,ক্ষতিগ্রস্থ  এলাকা পুরি ,কেন্দ্রপাড়া  জগৎসিংহ পুর  ,কটক । ঘূর্ণিঝড়  বুলবুল  উৎপত্তি ৭ নভেম্বর ২০১৯,আছড়ে  পরে ৯ই  নভেম্বর ২০১৯ সর্বোচ্চ গতিবেগ ১৪৫ কিমি /ঘন্টা  ক্ষতিগ্রস্থ দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ।