খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গত বৎসর ভারতের জাহাজ মন্ত্রকের সচিব ও বাংলাদেশের নৌ পরিবাহির সচিব সিই করেছিল যাত্রী বাহী জাহাজ চলাচলের । সেই সূত্র ধরেই আগামী ২৯ শে মার্চ ঢাকা থেকে ছাড়বে জাহাজটি এবং কলকাতা বন্দরে পৌঁছবে ১ লা এপ্রিল। ভাড়া দুজনের ফ্যামিলি স্যুট মাথা পিছু ১৫ হাজার টাকা । প্রথম শ্রেণী ৫ হাজার যাত্রী পিছু , চেয়ার কার ২ হাজার যাত্রী প্রতি। তদারকিতে থাকবে ৩০ জন নাবিক । ১ জন পাইলট ও ১০ জন ক্যাটারার ।
চালু হচ্ছে ভারত- বাংলাদেশ নৌ যাত্রী পরিবহন ব্যবস্থা
On: Saturday, March 16, 2019 11:19 AM






