চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে আজকের বৈঠক বসবে

প্রায় ৪.৫ লক্ষ্য শ্রমিকের পুজোর বোনাসের হার নির্ধারণ করতে আজকে ভার্চুয়াল মাধ্যমে বসছেন শ্রমিক ,মালিক কর্তৃপক্ষ । বৈঠকে কলকাতা থেকে ডুয়ার্স -তরাইয়ে শ্রমিক -সংগঠন এবং মালিক পক্ষের হাজির থাকার কথা ।তৃণমূলের শ্রমিক সংগঠননিজেদের মধ্যে ২০% হারে বোনাস নিয়ে আলোচনা করেছেন ।প্রতিষ্ঠিত ও বড় চা বাগান গুলির চুক্তি সম্পন্ন হয়ে গেলে এর পরে মাঝারি ও খুচরো চা বাগান গুলির বোনাস নিয়ে কথা হবে ।