চিরাগের আশা বিহার বিধানসভা জিতলে তিনি উপমুখ্যমন্ত্রীত্ব পাবেন

On: Tuesday, June 3, 2025 9:53 AM

আসন্ন নভেম্বরে বিহার বিধানসভার ভোটে বিজেপির সহযোগী এলজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ ।
পাসোয়ানের নজর উপমুখ্যমন্ত্রী পদের দিকে । জানা যাচ্ছে রামবিলাশ পাসোয়ানের ছায়া থেকে বেরিয়ে তিনি রাজ্য রাজনীতি তে ক্ষমতা দখলে আগ্রহী । চিরাগের আশা বিহারের অন্তত ৩০ টি বিধানসভা তে ভালো ফলাফল করবে এলজিপি । ২৪৩ টি আসন যুক্ত বিহার বিধানসভা তে বিজেপি কে রীতিমত চাপে রাখবে কংগ্রেস ,আরজেডি ও বাম জোট ।