খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চীনা মোবাইল সংস্থা ভিভো কালো টাকা লেনদেন প্রতিরোধ আইন ভাঙার অভিযোগে ,তার ও তার সহযোগী দফতরে তল্লাশি চালালো ইডি ।এদের বিরুদ্ধে কর ফাঁকি ও ভুয়ো সংস্থা তৈরির অভিযোগ আনা হয়েছে ।তবে এই নিয়ে ভিভোর কোনো কর্তা,ব্যক্তি মুখ খোলেনি ,উল্লেখ্য মোবাইল সংস্থা শাওমি এবং ওপ্পো তেও হানা দিয়েছিলো আয়কর দফতর ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...