ছটে সম্প্রীতির বার্তা মথুরাবাসীর

আলিপুরদুয়ার ব্লকের  মথুরা চাবাগানের শিব মন্দির প্রথমে ছোট ছিল। পরে বাগান কর্তৃপক্ষ মন্দির বড় করে তৈরী করে রক্ষণাবেক্ষন করেন  এবং পূজার জন্য দীঘি ও  বানিয়ে দিয়েছেন।  এখানে বাঙালী  হিন্দু , আদিবাসী ছাড়া  ৫০ টি বিহারি পরিবার বাস করেন। সকলেই ছট  পূজায় সামিল হন। চা বাগানের অধিকারিকেরাও পূজায় যোগ দেন। তবে করোনার  জন্য এবারে এখানে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।