খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ছত্তিসগড়ের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানান নাগরিকত্ব আইন বলবৎ হলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন ছত্তিসগড়ের মানুষেরা কারণ এই আইন লাগু হলে অর্ধেক মানুষ তাদের নাগরিকত্ব পারবেন না । অর্ধেকের না রয়েছে জমি না রয়েছে রেকর্ড । রাজ্যের অধিকাংশ মানুষের পূর্বপুরুষ নিরক্ষর তাই কোনো নথি রেখে যেতে পারেনি । অনেকেই অন্য রাজ্য থেকে এই খানে এসেছিলেন। তাই ৫০ বছরের ও বেশি কাজপত্রপ কোথা থেকে তারা পাবেন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...