ছয় চার ভোটে মহুয়ার সংসদ পদ খারিজের সিদ্ধান্ত নিলো এথিক্স কমিটি

মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদের নিয়ে গঠিত এথিক্স কমিটির ৫০০ পাতার রিপোর্টে কার্যত শিলমোহর দিলো সংসদীয় কমিটি ৬-৪ ভোটে জিতে । এই ছয় -চার ভোটে যে রিপোর্ট টি পাশ হয় তা কমিটির চেয়ারম্যান সোনকার আজ স্পিকারের কাছে জমা দেবেন ।রিপোর্টে মহুয়ার আচরণ অতন্ত্য আপত্তিকর বলে জানা গেছে ।