জনরোষের ভয়ে বিহারে সরকারি কর্মীরা পেঁয়াজ বেচে যাচ্ছে মাথায় হেলমেট পরে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সারা দেশ জুড়ে চলছে পেঁয়াজের  হাহাকার । অনেক জায়গায়  তেই  ১০০ -১২০ টাকা তে বিক্রি হচ্ছে পেঁয়াজ । সূত্রের  খবর  শনিবার সকালে বিহারের পাটনা  তে  মাত্র ৩৫ টাকা দ্বরে  পেঁয়াজ বিক্রি করে  সরকারি সংস্থা স্টেট্ কোপারেটিভ  মার্কেটিং ইউনিয়ন লিমিটেড । পেঁয়াজ কিনতে ভিড় জমায় স্থানীয় লোকেরা । কিন্তু পেঁয়াজ বিক্রির সময় নিরাপত্তা  হীনতায় ভুগছে সংস্থার কর্মীরা  কারণ  গতকাল  ক্ষিপ্ত  জনতা  পেঁয়াজ  না পেয়ে  ইট মেরে  মাথা  ফাটিয়ে দিয়েছিলো সংস্থার কর্মীদের  তাই তারা মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন ।