নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার সকালে কাশ্মীরের পুলবামা জেলার হাজিন রাজপুরা এলাকাতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে পুলিশের কাছে ।তার পরেই রাজ্য পুলিশের ও সেনার যৌথ বাহিনী চিরুনি তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী । জঙ্গিরা পুলিশ কে দেখে গুলি চালালে পাল্টা জবাব দেয় সেনা বাহিনী । তারপরে সেনা বাহিনী টুইট করে জানান যে লড়াই শেষ চার জঙ্গি নিকেশ হয়েছে এবং ওদের কাছ থেকে প্রচুর অস্ত্রউদ্ধার হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...