ড্র্যাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জাইডস ক্যাডিলার তৈরি ভেরাফিন ওষুধটি দেশে করোনার দ্বিতীয়
ঢেউ সামলাতে ব্যবহারের অনুমতি দিলো । ক্যাডিলার দাবি তাদের তৈরি ভেরাফিন আসলে আন্টি ভাইরাল ড্র্যাগ ,করোনা আক্রান্ত দের মৃদ্যুউপসর্গ থাকলে এই ওষুধে একদিনে সুস্থ্য হয়ে ওঠা সম্ভব রোগীদের । উল্লেখ্য হেপাটাইটিস সি রোগের চিকিৎসা তে ১০ বছর আগে ভেরাফিনচালু হয়েছিল ভারতে ,এখন করোনা চিকিৎসার জন্য এটা খুলে দেওয়া হলো ।