আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জাতীয় নমুনা সমীক্ষা । সেই উপলক্ষে বুধবার কলকাতা তে একটি আঞ্চলিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শেষ হবে শুক্রবার ।এন এস ও তরফে জানানো হয়েছে , দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বুঝতেইপ্রতি বছর এই সমীক্ষা হয় ।সমীক্ষা তে নাগরিকদের কত % মোবাইল ফোন ব্যবহার করেন ইন্টারনেট কত % ব্যবহারে দক্ষ পরিবার পিছুকত টাকা খরচ করা হয় শিক্ষা ,নিকাশি ,পানীয় জল ব্যবহারে তার তথ্য নেওয়া হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...