নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গঙ্গা সাগরে ম্যানগ্রোভ কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে গত সোমবার জাতীয় পরিবেশ আদালতে মামলা করলেন পরিবেশ বিদ সুভাষ দত্ত । তার অভিযোগ কোস্টাল রেগুলেশন জোন অথরিটির অনুমোদন ছাড়াই ,ম্যানগ্রোভ ধ্বংস করে গঙ্গাসাগরের পাশে ঢেউ সাগরে ম্যানগ্রোভ ধ্বংস করে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে ,৪০ হেক্টর খাস জমিতে ম্যানগ্রোভ নষ্ট করে ভেরি তৈরী করা হয়েছে ,এই সব নিয়েই মামলা হলো পরিবেশ আদালতে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...