খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জালিয়ানওয়ালা বাঘ ন্যাশনাল মেমোরিয়াল সংশোধনী বিলটি পাশ হয়েছিল গত আগস্টেই লোকসভা অধিবেশনে । এটি পেশ ও পাশ হলো রাজ্য সভাতেই ,নতুন বিলে জালিয়ানওয়ালাবাগের ট্রাস্টি হিসাবে কংগ্রেস সভাপতির নাম তুলে দেয়ার প্রস্তাব রয়েছে । আগে মনোনীত ট্রাস্টির পদে থাকা মেয়াদ ছিল ৫ বছর ,কিন্তু বিল পাশ হওয়াতে কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময়ের আগেই মনোনীত ট্রাস্টির পদে থাকা ব্যক্তিকে অপসারণ করতে পারবে কোনো কারণ না দেখিয়ে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...