জি এসটি নিয়ে বৈঠক

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জিএসটি হারের পুনর্ঘটন সংক্রান্ত সুপারিশের জন্য মন্ত্রীসভার বৈঠক আগামী বুধবার বসবে ,সেইখানে করের হার ও স্তর নিয়ে কথা হতে পারে ।ছয় সদস্যের এই কমিটির শীর্ষে রয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।