জি এস টি পরিষদের বৈঠকের অনুমতি দিল কমিশন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গত  রবিবার  থেকেই  সারা  দেশে  লাগু  হয়েছে  নির্ব্বাচন  কমিশন  নির্দেশিত  আদর্শ  আচরণ  বিধি ।  তাই  জি.এস.টি    পরিষদ  তাদের  আগামী  ১৯ শে   মার্চ  এর  বৈঠকের  জন্য  আগাম  অনুমোদন  নিল   নির্বাচন  কমিশন  থেকে।  ঐ   দিন   আবাসন  শিল্পে  যে  জি  এস  টি  কমানোর  সিদ্ধান্ত  বিগত  পরিষদের  বৈঠকে  সিদ্ধান্ত  হয়েছেন  তার  পদ্ধতিগত   বিষয়  নিয়ে  ১৯  শে   মার্চ  আলোচনা  হবে ।