জীবন বীমা নিগমের কাছে বকেয়া জিএসটি কর দাবি করা হলো

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জীবন বীমা নিগমের কাছে ৪৭৯.৮৮কোটি টাকার দাবি করে নোটিশ পাঠিয়েছে জিএসটি কর্তৃপক্ষ ।রাষ্ট্রায়ত্ব সংস্থা টি শেয়ার বাজার কে জানিয়েছে ,২০২০-২১ সালে অতিরিক্ত কর ফেরতের অভিযোগে এই দাবি ।এল আই সি কর্তৃপক্ষ বলেন এই কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না বাজারে ।