চলতি অর্থ বর্ষে দুই দফা সোনা বন্ডে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক ।বুধবার তারা জানিয়েছেন ,ওই বন্ড কেনার জন্য ১৯ -২৩ সে জুন এবং ১১ -১৫ সেপ্টেম্বর আবেদন জানানো যাবে । নূন্যতম ১ গ্রাম সোনা কিনতে হবে ,এই গুলি বিক্রি হবে নথিভুক্ত কিছু বাণিজ্যিক ব্যাঙ্ক ,ডাকঘর সহ কিছু কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ।আবেদনের আগে তিনদিনের সোনার দামের গড়ের ভিত্তিতে দাম ঠিক হবে ।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...