খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বন্ধ হয়ে থাকা জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গোয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলায় হস্তক্ষেপ করতে চেয়ে আরজি জানালো ইডি ।উল্লেখ্য ফেব্রুয়ারী তে নরেশ গোয়ালের বিরুদ্ধে ৪৬ কোটি টাকা ফকির অভিযোগ করে ।আদালতে দায়ের করেছিল আকবর ট্রাভেলস ইন্ডিয়া । মুম্বাইয়ের এমআর মার্ক থানার পুলিশ আদালতে তাদের রিপোর্টে জানায় অভিযোগের প্রমান মেলেনি তাই আর তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান না ,এর পরে আসরে নামে ইডি এবং তারা আদালত কে জানান পুলিশ অনেক গুরুত্ব পূর্ণ তথ্যের বিচার করেনি তাই তারা তদন্তের হস্তক্ষেপ করতে চায় ।