পুঁজির অভাব ,বিপুল ঋণের বোঝা ও লোকসানের জন্য ২০১৯ সালে ১৭ ই এপ্রিল জেট এয়ারওয়েজের পরিষেবা বন্ধ হয়ে যায়। এক সময় সংস্থার কাছে ১২৩টি বিমান ছিল পরে তা কমতে কমতে ৫ টিতে দাঁড়ায়। নতুন মালিক হচ্ছে মুরারিলাল জালান ও ব্রিটেনের কালরক ক্যাপিটাল জোট। বিমানমন্ত্রকের সঙ্গে আলোচনার পর নতুন মালিক জানান আগামী গ্রীষ্মে পরিষেবা চালু হবে।