জৈব গ্যাস ব্যবহারে উৎসাহ

দেশের আমদানির মোট খরচের বেশির ভাগ যায় অশোধিত  তেলে|একারণে কেন্দ্র সরকার বেশি করে  জৈব জ্বালানি ব্যবহারের কথা ভাবছে। এজন্য আগামী  দু- তিন বছরের মধ্যে অন্তত ৫০০০ টি কারখানা গড়ে তোলা হবে। এই জৈব জ্বালানির দাম কম এবং  দূষণ মুক্ত।.তেলমন্ত্রী জানান জৈব গ্যাস  তৈরী হবে বন ও শস্য উৎপাদনের সময় তৈরী হওয়া বর্জ্য থেকে। ফলে বর্জ্য পোড়ানো বন্ধ হবে এবং চাষিদের আয়