আগামীকাল ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নেবেন রাজীব কুমার ,তার উত্তর সুরি বাঁচতে গতকাল বৈঠকে বসে নরেন্দ্র মোদী ,অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ।রাতে কেন্দ্রীয় সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয় ,মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে চলেছে জ্ঞানেশ কুমার ।তার ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন ভিভেক দোষী ।তবে জানা যাচ্ছে এই নিয়োগ পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাহুল গান্ধী ।
জ্ঞানেশ কুমার হতে চলেছেন ভারতের পরবর্তী নির্বাচন কমিশনার
On: Tuesday, February 18, 2025 11:32 AM






