জ্বর সর্দি কাশির ওষুধ কিনলেই নাম নথিভুক্ত করতে হবে ওষুধের দোকানে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : মারণ  করোনাভাইরাস  রুখতে তৎপর  দেশ এই বার থেকে স্বর্দি কাশির  ওষুধ  কিনলেই ক্রেতার নাম  নথিভুক্ত  হবে দোকানে ,ইতিমধ্যেই এই মর্মে ওষুধের দোকানগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে চার রাজ্যের সরকার ।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা  গিয়েছে  দেশে মৃতের সংখ্যা ৫০৭, আক্রান্ত  ১৫৭১২ এক্টিভ  কেস ১২৯৭৪ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২২৩১ জন ।এই চার রাজ্য হলো মহারাষ্ট্র ,বিহার ,তেলেঙ্গানা  ও অন্ধ্রপ্রদেশ ।