খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আয়কর দফতর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যবসা করে এমন এক ঘোষ্ঠীর দুই রাজ্যে ছড়িয়ে থাকা ২০ টির ও বেশি আবাসিক ও ব্যবসা স্থলে তল্লাশি চালিয়েছে ।এই ঘোষ্ঠীর রয়েছে বনস্পতি ঘি তৈরি ,চা বাগান ও রিয়্যাল এস্টেটের ব্যবসা ।তল্লাশি তে বেশ কিছু অবৈধ লেনদেন ও সেল কোম্পনি সংক্রন্ত নথি প্রমান উল্লেখ করা হয়েছে । তল্লাশিতে দেখা গিয়েছে এদের একটি সংস্থা ২০১৪ সল্ থেকে ব্যবসা না করলেও বিক্রি বাবদ ৭ কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...