ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে ব্যাপক তল্লাশি চালালো আয়কর দফতর

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আয়কর দফতর  পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যবসা করে এমন  এক ঘোষ্ঠীর  দুই রাজ্যে ছড়িয়ে থাকা ২০ টির  ও বেশি আবাসিক ও ব্যবসা স্থলে তল্লাশি চালিয়েছে ।এই ঘোষ্ঠীর রয়েছে বনস্পতি ঘি তৈরি ,চা বাগান ও রিয়্যাল এস্টেটের  ব্যবসা ।তল্লাশি তে বেশ কিছু অবৈধ লেনদেন ও সেল  কোম্পনি সংক্রন্ত নথি প্রমান উল্লেখ  করা হয়েছে । তল্লাশিতে দেখা গিয়েছে এদের একটি সংস্থা ২০১৪ সল্ থেকে ব্যবসা না করলেও বিক্রি বাবদ  ৭ কোটি  টাকা ব্যাঙ্কে  জমা পড়েছে ।