ঝাড়খন্ড বিধানসভার প্রচারে গিয়ে আবারো এনআরসির কথা বললেন অমিত শাহ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা  নির্বাচনের আগে  গতকাল  চক্রধরপুর  এবং বহরাগোড়ার  জনসভা থেকে  রাহুল গান্ধীকে  উদ্দেশ্যে  করে স্বরাষ্ট্র  মন্ত্রী  বলেন । রাহুল  বাবা  বলেন  ওদের  তাড়াবেন  না , আমি  বলি অনুপ্রবেশকারীরা  কি আপনার তুতো  ভাই ? তার পাশাপাশি  তিনি সদর্পে  ঘোষণা  করেন যে আপনারা  নিশ্চিন্ত  থাকুন যে ২০২৪ সালে  ভোটের  আগে  সব অনুপ্রবেশকারীদের চিন্নিত  করে ভারতবর্ষ থেকে সরিয়ে দেয়া হবে ।