ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন ২০১৯

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :আগামী ৩০ সে নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে ২০১৯-২০২৪ অব্দি  ৫ বছরের মেয়াদি  বিধানসভা নির্বাচন । ৮১ টি বিধানসভা সিটের  জন্য এই নির্বাচন অনুষ্ঠিত  হবে । রাজ্যে  মন্ত্রিত্ব করতে গেলে যে কোনো দলের ৪১ টি  সিটের  সংখ্যাগরিষ্ঠতা  দরকার । বর্তমানে আছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাশ , যিনি ২০১৪ সালে বিজেপি প্রার্থী হিসাবে  জামশেদপুর  পূর্ব  বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ।