আগামী রবিবার দীপাবলির দিন মুক্তি পাচ্ছে সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩। সারা দেশ জুড়ে প্রায় ৩ লক্ষ্যের ও বেশি টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে ,টাকার পরিমান প্রায় ৮ কোটি টাকা ।মনীশ শর্মা পরিচালিত এই ছবিটিহিন্দি ছাড়াও তেলুগু ও তামিল ভাষা তে মুক্তি পাবে প্রযোজনা সংস্থা যশরাজ ফ্লিমসের আশা ,টাইগার ৩ অভিনেতা সলমান কে আবার ফিরিয়েআনবে নিজের জায়গায় ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...