নতুন অর্থবর্ষের (২৫-২৬) প্রথম ত্রৈমাসিকে ( এপ্রিল-জুন ) জন্য শেয়ার প্রতি ১১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করলো , দেশের বৃহৎতম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস । গতকাল সংস্থার পর্ষদ এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ,এপ্রিল -জুন ত্রৈমাসিকে সংস্থার নিট প্রফিট হয়েছে ১২,৭৬০ কোটি টাকা ।যা গত বছরের একই সময়ের তুলনাতে ৬% বেশি । ব্যবসা থেকে আয় ১.৩% বেড়ে হয়েছে ৬৩,৪৩৭ কোটি টাকা ।