ব্যবসায়িক সূত্রের খবর টেলিকম পরিষেবা তে পা রাখতে চলেছে গৌতম আদানি , আসন্ন ৫ জি স্পেক্ট্রামের নিলামে রেলিয়ান্স জিও ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার সাথে আদানির ঘোষ্ঠীও আবেদন জানিয়েছে ।তার ফলে রিলায়েন্স জিও সাথে টক্করে নামতে চলেছে আদানি ঘোষ্ঠী । তবে আদানি ঘোষ্ঠী কে ফোন অথবা মেইল করা হলে কোনো প্রতিক্রিয়া তাদের তরফে মেলেনি ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...