ব্যবসায়িক সূত্রের খবর টেলিকম পরিষেবা তে পা রাখতে চলেছে গৌতম আদানি , আসন্ন ৫ জি স্পেক্ট্রামের নিলামে রেলিয়ান্স জিও ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার সাথে আদানির ঘোষ্ঠীও আবেদন জানিয়েছে ।তার ফলে রিলায়েন্স জিও সাথে টক্করে নামতে চলেছে আদানি ঘোষ্ঠী । তবে আদানি ঘোষ্ঠী কে ফোন অথবা মেইল করা হলে কোনো প্রতিক্রিয়া তাদের তরফে মেলেনি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...