পরিবহনের খরচ অনেকটা কমিয়ে দেওয়ায় তেলের ট্যাংকার মালিকেরা ধর্মঘটে নামলেন। এতে বৃহস্পতিবার থেকে পেট্রল পাম্পে পেট্রল ও ডিজেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বুধবার রাত থেকেই বিভিন্ন পাম্পে তেল ফুরিয়ে গেছে।ট্যাংকার সংগঠনের তরফে জানানো হয় প্রায় ৬০ টি ট্যাংকার বসিয়ে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে প্রায় ২৫% ভাড়া কমানো হয়েছে। মালিকেরা সমস্যায় পড়ে দাবি না মেটা পর্যন্ত আন্দোলনে নেমেছেন।