ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হলো তিনটি সিংহের দেহ

On: Tuesday, December 18, 2018 10:12 PM

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সোমবার  মধ্য রাতে  লাইন  পেরোতে  গিয়ে একটি মাল  গাড়ির  ধাক্কায় ছিন্ন – ভিন্ন হয়ে যায় তিনটি পূর্ণ  বয়স্ক সিংহের দেহ ।আজ সকালে তিনটি সিংহের মৃত দেহ দেখে গ্রামবাসীরা  খবর পাঠান বন  দফতরে ,বন  কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিংহের  মৃতদেহ গুলিকে পাঠান ময়না  তদন্তের জন্য ,জুনাগড়  বন্যপ্রাণ  বিভাগের আধিকারিক জানান  ৬ টি সিংহের একটি দল  রাত  ১ টার  সময় রেল লাইন পার হচ্ছিলো সেই সময়  এই  ঘটনা  ঘটে ।