ট্রেন ও বিমান চলাচল বিপর্যস্থ হয়ে পড়েছে উত্তর ভারতে কুয়াশার জেরে

ঘন কুয়াশার জেরে দিল্লি ও তার আসে পাশের এলাকা বিপর্যস্থ হয়ে পরে ।উত্তর প্রদেশের বুলান্দ শহরে পথদুর্ঘটনা তে কিছু লোকের মৃত্যু হয় ।হরিয়ানার উপ মুখ্যমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি ও দুর্ঘটনার কবলে পরে ।মৌসুম ভবন সূত্রে জানা যাচ্ছে আগামী তিন দিন পাঞ্জাব হরিয়ানা ,দিল্লি ও উত্তরপ্রদেশ সহ বেশ কিছু এলাকা তে ঘন কুয়াশা থাকবে তার ফলে বিপর্যস্থ হবে ট্রেন ও বিমান চলাচল ।