করোনার মধ্যেও ডাক্তারদের নিগ্রহ করা হচ্ছে। অসম ও কর্নাটকে দুই ডাক্তারকে রোগীর পরিবারের লোকেরা নিগ্রহ করেন। আসামের হোজাই এর এক হাসপাতালে করোনাতে এক ব্যক্তির মৃত্যু হলে রোগীর পরিবারের লোকজন ডাক্তারকে প্রচন্ড মারধর করে। এতে ১ জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে কর্নাটকে এক বালকের ডেঙ্গুতে মৃত্যু হয়। সেখানেও রোগীর পরিবারের লোকেরা ডাক্তারকে মারধর করেছে। পরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...