ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

রাজ্যের তাঁত শিল্পী দের সমস্যা শুনতে আগামী ডিসেম্বর মাসে বঙ্গে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ।সোমবার দিল্লিতে তার সঙ্গে দেখা করার পরে ,রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ সমীক ভট্টাচার্জি এই কথা সাংবাদিক দের ।তিনি আরও বলেন নদিয়ার শান্তিপুর ,ফুলিয়ার তাঁত শিল্প সংকটে । নানাবিধ সমস্যা তে সেইখানকার তাঁত শিল্পী রা অস্তিত্ব সংকটে ভুগছেন ।