ডেব্যু হতে চলেছে সুজয় ঘোষের কন্যার ফিল্ম পরিচালক হিসাবে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ২০১২ সালের কাহানি ছবির মাধ্যমে  পরিচালক সুজয় ঘোষের  জনপ্রিয়তা  সর্বজনবিদিত । ২০১৬ সালে এই ছবির সিক্যুয়েল  প্রকাশিত হয়েছিল । ছবিটি প্রথটির  মত  না হলেও দর্শকদের  জনপ্রিয়তা পেয়েছিলো <এই বার সোনা  যাচ্ছে ছবিটির প্রিকুয়েল  আসছে  তার  পরিচালনা  করবে সুজয়  ঘোষের কন্যা দিয়া   ঘোষ । যার ডেব্যু  হবে  এই ছবির মাধ্যমে , এই ছবিতে অভিনেতা  হিসাবে থাকবেন অভিষেক  বচ্চন ,বিদ্যা বালানের  ব্যাপারটি অনিশ্চিত ,দিয়া  নেবারহুড  টাইস  নামক একটি শর্ট  ফিল্ম ও আগে  করেছেন যা কানে  প্রদর্শিত হয়েছে “।