ডেলিভেরি বন্ধ করলো গ্রোফার্স এবং বিগ বাস্কেট

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : করোনা  আতঙ্কে  এইবার সারা দেশজুড়ে  খাদ্য সরবরাহ  কারী  অনলাইন সংস্থা তাদের ডেলিভারী  বন্ধ করে দিলো ।মাছ  থেকে শাক  সবজি  মুদি খানার জিনিস  এবং অত্যাবশ্যকীয় সব কিছু  লোকেদের বাড়িতে পৌঁছে দে গ্রোফার্স  এবং বিগ বাস্কেট । করোনা আতঙ্কের  জেরে এইভাবে  অনলাইন সংস্থা  গুলি ডেলিভারি  দেয়া বন্ধ করে দেয়া তে লোকে  সঙ্কটে  পড়েছে । গতকাল  জাতির উদ্দেশ্যে  ভাষণ দেয়ার সময়  প্রধানমন্ত্রী বলেছেন  নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরবন্দি  মানুষের কাছে সরবরাহের জন্য ই  কমার্স সংস্থা তাদের অনালাইন পরিষেবা  লকডাউন  আইনের আওতায় আসবে  না ।