ডেল্টা স্ট্রেন জলবসন্তের চেয়েও বেশি ছোঁয়াচে

আমেরিকার সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন তাদের অভন্তরীন রিপোর্টার জানিয়েছেন যে
চিকেন পক্সের থেকেও বেশি ছোঁয়াচে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ।টিকা নেওয়ার পরেও সংক্রমিত হচ্ছে মানুষ হয়তো বাড়াবাড়ি কমহচ্ছে অনেক উপসর্গহীন মানুষ ও ঘুরে বেড়াচ্ছে সুপার স্প্রেডার হিসাবে ,তারা বলেন এটি অতন্ত্য সংক্রামক ভাইরাস ।