তাজপুর বন্দর তৈরি করতে প্রত্যয়ী আদানি ঘোষ্ঠী

বিতর্ক তুঙ্গে থাকলেও তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি নিয়ে আশাবাদী আদানি ঘোষ্ঠী ,রবিবার আদানি ঘোষ্ঠীর তরফে বলা হয় রাজ্য সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে তারা ।এই দিন তাদের এক পদস্থ আধিকারিক জানান আদানি ঘোষ্ঠীও বন্দর প্রকল্প বাস্তবায়িত করতে দায়বদ্ধ ,এব্যাপারে তারা পশ্চিমবঙ্গ সরকারের দিকে তাকিয়ে আছে ।