গতকাল রানীপেটে ৯ হাজার কোটি টাকা খরচে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী টাটা মোটর্সের একটি কারখানার শিলান্যাস করবেন ।জানা যাচ্ছে এই কারখানা তে স্পোর্টস কার ও এস ইউ ভি তৈরি করবে টাটা মোটোর্স্ ।দেশের বিক্রি ছাড়াও বিদেশে তা রফতানি করা হবে । জানা যাচ্ছে ৫-৭ বছরের মধ্যে উৎপাদন পৌঁছে যাবে ২.৫ লক্ষে ।কারখানা তে কাজ পাবেন প্রায় ৫ হাজার কর্মি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...