খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের প্রধান মন্ত্রীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচি সফল করার লক্ষে চীন থেকে যে সমস্ত সংস্থা বিনিয়োগ সরাতে চাইছে , তাদের সঙ্গে বেশ কয়েক মাস আগে থেকেই কথা বার্তা শুরু করেছে দেশের শিল্প এবং বাণিজ্যিক মন্ত্রক । এই লক্ষ্য কে সামনে রেখেই আপেলের হয়ে আইফোন উৎপাদন করি সংস্থা ফক্সন তাদের তামিল নাড়ু কারখানা টি সম্প্রসারণের জন্য ১০০ কোটি ডলার ঢালার পরিকল্পনা করেছে ,আগামী ৩ বছর ধরে ওই অর্থ খরচ করবে তারা সেইখানে কর্মসংস্থান হবে ৬,০০০ লোকের ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...