তাসলিমা নাসরিন কি কলকাতা তে ফিরবেন ?

আজ থেকে ১৮ বছর আগে একটি বইয়ের জন্য ,চরম বিতর্কের মুখে পরে বাংলাদেশী লেখিকা তাসলিমা নাসরিন কে কলকাতা ছাড়তে হয় ।আপাতত তিনি রয়েছেন দিল্লিতে ,সোমবার তাসলিমা নাসরিন কে কলকাতা ফেরানোর জন্য জোরালো সওয়াল করেন রাজ্য সভা বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য ,তিনি তাসলিমা নাসরিনের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দাবি করেন কেন্দ্রীয় সরকারের কাছে ।