খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তিন তালাক অবৈধ এবং অসাংবিধানিক ঘোষিত হওয়ার পরেও আসামের নলবাড়ি জেলার জেসমিন বেগম কে তার স্বামী আসিফ ইকবাল হুসেইন লিখিত ভাবে তিন তালাক দেন । স্বামীর বিরুদ্ধে মামলা করেন জেসমিন বেগম জেলা আদালত জামিন দেন স্বামী কে । তার পরে হাইকোর্টে মামলা দায়ের করেন জেসমিন । এর পরেই শুনানি হয় গুয়াহাটি হাইকোর্টে এবং হাইকোর্ট জেসমিনের দাবির সপক্ষে রায় দিয়ে জানান তিন তালাকের মামলায় স্ত্রীর মতামত না নিয়ে স্বামীকে জামিন দেয়া যাবে না ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...